গত পর্বে  সি -প্যানেল এর ডাটাবেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে । আজ  আমরা সি-প্যানেলের সিকিউরিটি ফিচার সেকশন নিয়ে আলোচনা করব। এই ফিচারে আপনি ওয়েব সার্ভার সিকিউরিটি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন । সি -প্যানেলে  সিকিউরিটি বেশ কিছু ফিচার হল যেমন-

  • SSH Access
  • IP Blocker
  • SSL/TLS
  • Hotlink Protection
  • Leech Protection
  • SSL/TLS Wizard
  • Mod Security
  • SSL/TLS Statu

নিচে সিকিউরিটি সম্পর্কে আলোচনা করা হল-

  •  SSL এর পূর্ণ রূপ হল Secure Sockets Layer।  যার মাধ্যমে মূলত ওয়েব সার্ভার (হোস্ট) এবং ওয়েব ব্রাউজার (ইউজার) এর মধ্যে একটি এনক্রিপ্টেড ডাটা কানেকশন তৈরি হয়। ফলে আপনি কোন ওয়েব ব্রাউজার এর সাথে কানেক্টেড করলে ও তৃতীয় ব্যক্তি বিভিন্ন  (ISP ) এসকল ডাটা পড়তে পারে না। 
  • TLS (Transport Layer Security) এটি  SSL এর মতো একই কাজ করে থাকে। নতুন করে SSL ইন্সটল দেওয়া, ডিলিট করা সহ আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
  • Leech Protection এর সাহায্যে আপনি আপনার ফাইল ডিরেক্ট্ররি গুলো নিরাপদে  রাখতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ইউজার মোট কতবার ডিরেক্ট্ররিতে  অ্যাক্সেস করতে পারবে তা নির্ধারন করে দিবে। 
  • IP block এর কাজ হল IP block করে দেওয়া। আপনি যদি চান যে  আপনার ওয়েব সাইটে কোন ভিজিটর ভিজিট করতে পারবে না সেক্ষেত্রে আপনি IP Address এবং  Domain বক্সে , যে IP আপনি ব্লক করতে চান সেটি লিখে Add বাটন এ ক্লিক করলেই এটি ব্লক হয়ে যাবে।
  • SSH মুলত একটি সিকিউর শেল । যার মাধ্যমে দুটি সার্ভার কম্পিউটারের মধ্যে  যোগাযোগ করতে সক্ষম করে ।  এর একটি অন্যতম বৈশিষ্ট্য হল যে দুটি কম্পিউটারের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপ্ট ডাটা প্রেরন করে। 
  • SSL/TLS Status- এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ডোমেইনে যুক্ত থাকা  SSL এর সকল তথ্য যেমন এটির মেয়াদ কতদিন থাকবে, কোন কোম্পানি  থেকে কেনা হয়েছে এসকল তথ্য জানতে পারবেন ।
  • Hotlink Protection এই অপশনটি আপনার ওয়েবসাইটগুলিকে সারাসরি লিঙ্ক আটকানোর জন্য অনুমতি দিয়ে থাকে। 
  • Mod Security একটি ওপেনসোর্স  অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল। যা ওয়েবসাইটেকে বিভিন্ন ধরনের অ্যাটাক হতে নিরাপদে রাখে ।

আজকের পর্ব  এই পর্যন্তই । পরবর্তিতে  সি-প্যানেল পর্ব দেখার জন্য https://blog.mylighthost.com/bn/category/বাংলা ব্লগের সাথেই থাকুন ।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.