গতপর্বে আমরা ডোমেইন সম্পর্কে আলোচনা করেছি আজ  আমরা সি-প্যানেলের ইমেইল  ফিচারটি নিয়ে আলোচনা করব। ইমেইল  ফিচারটি cPanel খবই গুরুত্তপুর্ন । এই ফিচারটির মাধ্যমে আপনার ওয়েব সাইটের সকল প্রকার মেইল সঙ্ক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রন করতে পারবেন।    অনন্য ফিচারের মতই ইমেইল ফিচারটি বেশ কিছু ফিচারের সমন্বয়ে গঠিত । যেমন-

  • Email Accounts
  • Forwarders
  • Email Routing
  • Auto Responders
  • Default Address
  • Track Delivery
  • Global Email Filters
  • Email Filters
  • Address Importer
  • Encryption
  • Calendars and Contacts
  • Email Disk Usage
  • Remote mx wizard 

নিচে ফিচারগুলি সম্পর্কে আলোচনা করা হল-

Email Accounts এর মুল কাজ হল মেইল ম্যানেজ করা। প্রতিটি ওয়েব সাইটের একটি মেইল একাউন্ট থাকা আবশ্যক। যার ফলে আপনার একাউন্টে যদি কখনো সমস্যা দেয় তাহলে ইমেইল এর মাধ্যমে এ্যডমিন কে জানানো যাবে। এই ইমেইল একাউন্ট অপশনের মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটে নতুন ইমেইল এ্যকাউন্ট তৈরি , এডিট এবং ডিলিট করতে পারবেন ।

Forwarders অপশনটির মুল কাজ হল আপনার ইমেইল এ্যকাউন্টে যে ইমেইলগুলি আসবে তা নির্ধারন করে  Forwarders করা । এই Forwarder এর দুটি অপশন থাকে যথাঃ Add Forwarders , Add Domain Forwarders ।

Email Routing এর কাজ হল একটি নির্দিষ্ট সার্ভারের ইনকামিং মেইল Routing করার জন্য এটি ব্যবহার করা হয়। 

Auto Responders এই অপশনটির কাজ হল ইনকামিং মেইলগুলির অটোমেটিক একটা রিপ্লাই দেওয়ার জন্য Auto Responder চালু করা। 

Track Delivery- এই অপশনের মাধ্যমে ডোমেইন থেকে যে মেইলগুলো করা হয় সেইসকল মেইলগুলোর তথ্য ম্যানেজ করার জন্য Track Delivery ব্যবহার করা হয়। 

Default Address এখানে আপনি নির্দিষ্ট মেইল সিলেক্ট করতে পারেন যাতে সারাসরি মেইল অ্যাড্রেস চলে আসে। 

Global Email Filters & Email Filters এই দুটি ফিচার একই ধরনের কাজ করে। এটি মুলত আপনার  তৈরি মেইল ইউজার এ্যকাউন্টগুলোর কাজ করে থাকে ।

আজকের পর্ব  এই পর্যন্তই । পরবর্তিতে  সি-প্যানেল পর্ব দেখার জন্য https://blog.mylighthost.com/bn/category/বাংলা ব্লগের সাথেই থাকুন ।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.