গত পর্বে আমরা সি -প্যানেল এর ডাটাবেজ সম্পর্কে আলোচনা করেছি আজ  আমরা সি-প্যানেলের ডোমেইন সেকশন নিয়ে আলোচনা করব। ডোমেইন সেকশন কিছু ফিচার আছে যেমন-

  • Site Publisher
  • Addon Domains
  • Subdomains
  • Aliases
  • Redirects
  • Zone Editor

নিচে ফিচার সম্পর্কে আলোচনা করা হল-

Site publisher এই অপশনটির  মুল কাজ হচ্ছে আপনার ডোমেইনটিকে published করা। 

সাবডোমেইন হল মুল ডোমেইন এর শাখা, যা একটি ডোমেইন নেম ছাড়াও নতুন ওয়েবসাইট হিসাবে তৈরি করা হয়ে থাকে। যেমন- আপনার একটি ওয়েব সাইট আছে এবং আপনি আপনার ওয়েব সাইটের সার্ভিস  সম্পর্কে একটি blog সাইট খুলবেন যাতে ভিজিটররা পড়ে সার্ভিস সম্পর্কে আইডিয়া পাবে, সেক্ষেত্রে আপনি নতুন ডোমেইন না কিনে পুরানো ডোমেইন এ একটি সাবডোমেইন তৈরি করলেন।

যেমন- https://www.mylighthost.com/   ( Main Domain)

         https://blog.mylighthost.com/bn/  (Sub Domain)

Addon ডোমেইন  এই অপশনটির সাহায্য আপনি একটি সি- প্যানেল সাথে অতিরিক্ত ডোমেইন হোস্ট করতে পারবেন এবং একাধিক ডোমেইন নিয়ন্ত্রন করতে পারবেন।

Aliases অপশনটি অনেকটা  Addon ডোমেইন এর মত এখানে আপনি একটি ডোমেইন এর সাথে একাধিক ডোমেইন এড করতে পারবেন

Redirects এই অপশন এর মাধ্যমে আপনি একটি অএজ থেকে আরেকটি পেজ এবং একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েব সাইটে ভিজিটর ট্রানাস্ফার করা যায়। 

Zone হচ্ছে একটি DNS সার্ভার এর ডোমেইন নেম এবং সাবডোমেইন এর জন্য জোন রেকর্ড সংঘঠিত ফাইল। আপনি যদি অন্য কন সার্ভার থেকে হোস্টিং একাউন্ট ট্রানাস্ফার করে থাকেন এবং হোস্টিং একাউন্ট successfully হওয়ার পর সেই হোস্টিং একাউন্টে যদি কোন  DNS error থাকে তা এই Zone Editor অপশন থেকে DNS Edit করে update করতে পারবেন।

আজকের পর্বে এই পর্যন্তই , পরবর্তি পর্বগুলি পড়ার জন্য https://blog.mylighthost.com/bn এর সাথে থাকুন।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.