ওয়ার্ডপ্রেস সম্পর্কে সকলেরই কম বেশি ধারনা আছে। এটি বর্তমানে সর্বাধিক ব্যবহারিত  ব্লগ পাবলিশিন সাইট । ওয়ার্ডপ্রেস বিশ্বের একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS ), এটি এমন একটি সফটওয়্যার যা সমস্ত তথ্য যেমন টেক্সট, ফটো,ফাইল, নথি ইত্যাদি সঞ্চয় করে , যা পিএইসপি , মাইএসকিউএল  দ্বারা তৈরী একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়ার এবং  খুব সহজেই নিজের হোস্টিং একাউন্টে ইন্সটল করে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরী করা যায়।

ওয়ার্ডপ্রেসে কোন প্রকার  পিএইসপি , এবং এমএসটি এল জ্ঞান ছাড়াই একটি ওয়েব সাইট তৈরী করা যায় । এটি মি . ম্যাট্মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭ মে সর্বপ্রথম প্রকাশিত করেন এবং ২009 সালের অক্টোবর মাসে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স হিসাবে প্রকাশিত হয় ।  পরবর্তীতে  এটি ২০১১ সাল পর্যন্ত ওয়ার্ডপ্রেস প্রায় ৩ কোটির থেকেও বেশি এটি ডাউনলোড করা হয় । যা  বিশ্বের প্রায় ৪০,০০,০০০ ওয়েবসাইটের মধ্যে ১২ % এটি ব্যবহার করে । 

ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্তপুর্ন  বৈশিষ্ট্য নিচে দেওয়া হলঃ 

  • ওয়ার্ডপ্রেস  সফটওয়ারটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায় । 
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হওয়ার কারণে ব্যবহারকারী  নিজেই তার ইচ্ছামত যে কোন তথ্য , মিডিয়া ফাইল এবং  ফোল্ডার তৈরি করাসহ  ওয়েব সাইট পরিচালনা করতে পারেন । 
  • ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রয়েছে  অসংখ্য বিনামূল্যের প্রায় ২০০০এর অধিক  থিম । এই প্রফেশনাল থিমগুলো ফ্রী তে ইন্সটল এবং খুব সহজভাবে আপলোড করা যায় । এছাড়া ওয়ার্ডপ্রেসে খুব কম দামে থিম কিনতে পাওয়া যাবে , যার ফলে ডেভেলপমেন্ট এর খুব একটা প্রয়োজন হয় না। একই সাথে ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমানে থিম থাকার কারনে নিজের ইচ্ছামত একটি থিম নির্বাচন করে কাস্টমাইজ করা যায় ।
  • ওয়ার্ডপ্রেসে  ৩১০০০ প্লাগইন এর ফ্রি ডিরেক্টরি আছে  যা ওয়েবসাইটের বিভিন্ন ফিচার যুক্ত বা পরিবর্তন করতে ব্যবহারিত হয় ।
  • ওয়ার্ডপ্রেসে যে কোন টেকনিক্যাল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরী করা যায় । যেমন – ব্লগ সাইট , বিজনেস সাইট, ইকোমার্স সাইট, এবং বিভিন্ন ওয়েব আপ্লিকেশন সাইট ইত্যাদি ।
  • ওয়ার্ডপ্রেস ব্যবহার প্রণালী খুবই সহজ, এবং  এটি বিভিন্ন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও) সরঞ্জাম সরবরাহ করে যা ওয়েবসাইটটিতে এসইও সহজ করে তোলে।
  • ওয়ার্ডপ্রেস ব্যবহারকারি নিজের পচ্ছন্দনুযায়ী ভাষাতে তার তথ্যগুলো অনুবাদ করতে পারেন ।

পরিশেষে বলা যায় যে, একটি ওয়েবসাইটকে খুব সহজে সকলের সামনে তুলে ধরার জন্য ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় মাধ্যম ।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.